ছাঁটাই নয়, বরং চাকরি হারানো কর্মীদের নিয়োগ দেবে টাটার কোম্পানি
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলোতে ছাঁটাই চলছে। এমন সময়ে টাটা গ্রুপের আইটি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তাদের কর্মীদের ছাঁটাই করার কোনো ইচ্ছা নেই। কোম্পানির একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, টিসিএস-এ আমরা একটি দীর্ঘ কর্মজীবনের জন্য প্রতিভা প্রস্তুত করি।
বিশ্বমন্দার জেরে সম্প্রতি অনেক সংস্থা তাদের কর্মীদের ছাঁটাই করেছে। যার কারণে কর্মচারীদের মধ্যে বরখাস্ত হওয়ার আশঙ্কা কাজ করছে। ঠিক এ সময়ে টিসিএস বলছে, তারা স্টার্টআপ সংস্থাগুলোর সেই সব কর্মচারীদের নিয়োগ করতে যাচ্ছেন, যারা ছাঁটাইয়ের কারণে চাকরি হারিয়েছেন।
বিজ্ঞাপন
টিসিএস-এর চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাক্কাদ পিটিআইকে বলেছেন, তাদের কোম্পানি চাকরি হারিয়েছে এমন স্টার্টআপ কোম্পানির কর্মচারীদের নিয়োগ করতে যাচ্ছে।
লক্কর বলেন, আমরা ছাঁটাইয়ে বিশ্বাস করি না। আমরা প্রতিভাকে এগিয়ে নিয়ে যাই। তিনি বলেন, অনেক কোম্পানিকে বেশি লোক নিয়োগ করায় এমন পদক্ষেপ নিতে হয়েছে। যখন একজন কর্মচারী টিসিএস-এ যোগ দেন, তখন তাদের ‘উৎপাদনশীল’ করার দায়িত্ব কোম্পানির।
বিজ্ঞাপন
টিসিএস-এর এই কর্মকর্তা বলেন, কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন কর্মচারীর সঙ্গে উপলব্ধ দক্ষতা আমাদের প্রয়োজনের চেয়ে কম থাকে। এ অবস্থায় আমরা কর্মচারীকে সময় দিই এবং প্রশিক্ষণ দিই। টিসিএসের কর্মচারীর সংখ্যা ছয় লাখের বেশি।
লক্কর বলেন, এবারও কোম্পানি কর্মীদের আগের বছরের সমান ইনক্রিমেন্ট দেবে।
/এসএসএইচ/