রুশ দূত হিসেবে যুক্তরাষ্ট্র-জাপানে মানবিক সহায়তা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য মার্কিন বংশোদ্ভূত শীর্ষ হলিউড অভিনেতা স্টিভেন সিগ্যালকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ প্রদান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে রাশিয়ার প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার মানবিক সহায়তা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কিত বিশেষ দূত হিসেবে যুক্তরাষ্ট্র ও জাপানে অবদান রাখার জন্য স্টিভেন সিগ্যালকে এই সম্মাননা প্রদান করা হয়েছে বিবৃতিতে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে সিগ্যালের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

৭০ বছর বয়সী স্টিভেন ফ্রেডেরিক সিগ্যাল একাধারে হলিউডের প্রথম সারির অভিনেতা ও মার্শাল আর্ট প্রশিক্ষক। জন্ম ও বংশগতভাবে মার্কিন এই অভিনেতা তরুণ বয়সে জাপানে গিয়েছিলেন। সেখানেই মার্শাল আর্টে শেখেন তিনি।

হলিউডে তার ক্যারিয়ার শুরু হয় ১৯৮৭ সাল থেকে, ‘অ্যাবাভ দ্য ল’ সিনেমার মাধ্যমে। তারপর থেকে এ পর্যন্ত ৫৮টি ফিল্মের কেন্দ্রীয় বা প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেসব চরিত্রের প্রায় সবই অ্যাকশন ঘরানার।

পুতিনের একান্ত অনুগত ও বিশ্বস্ত এই হলিউড অভিনেতা রাশিয়ার নাগরিত্ব অর্জন করেন ২০১৬ সালে। তার দু’ বছর পর তাকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি রাশিয়ার একটি রাজনৈতিক দলেও যোগ দিয়েছেন স্টিভেন সিগ্যাল। ‘জাস্ট ওয়ান রাশিয়া’ নামের এই দলটি ক্রেমলিনপন্থী বলে জানা গেছে।

এসএমডব্লিউ