গলফ খেলোয়াড় হামজা আমিনকে বিয়ে করেছেন পাকিস্তানি অভিনেত্রী উশনা শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে নবদম্পতির বিয়ের ভিডিও ও ছবি।

বিয়ে উপলক্ষে অভিনেত্রীর পরনে ছিল পাকিস্তানি ব্র্যান্ড ওয়ার্দা সেলিমের নকশা করা একটি টকটকে লাল লেহেঙ্গা, ঠিক যেন ভারতীয় কনে। হামজাও সেজেছিলেন ভারতীয় বরের বেশে। তার পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি ও প্রিন্টেড পাগড়ি। 

পাকিস্তানি বধূর পরনে ভারতীয় পোশাককে ভালো চোখে দেখেননি অনেক। সামাজিক মাধ্যমে এ নিয়ে শুরু হয় কটাক্ষ। কী করে ভারতীয় বেশে সাজলেন উশনা, তা নিয়ে প্রশ্ন তুলেন কেউ কেউ। নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে হাতের মেহন্দির ছবি ও বিয়ের পোশাকের ছবি দিয়ে নিন্দকদের বিরুদ্ধে সরব হন তিনি। উশনা লেখেন, ‘যাদের আমার বিয়ের পোশাক নিয়ে এত সমস্যা, তাদের তো আমন্ত্রণ জানানো হয়নি। আমার তো মনে পড়ছে না তারা কেউ আমার পোশাকের জন্য টাকা দিয়েছেন বলে। আমার গহনা আমার বিয়ের পোশাক সম্পূর্ণ রূপে পাকিস্তানি। যদিও আমার হৃদয় অর্ধেকটা অস্ট্রেলিয়ান।’ 

উশনার বিয়েতে তার নাচের ভিডিওটিও বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখেও নানা রকম চর্চা শুরু হয়। একজন লিখেছেন, ‘পাকিস্তানিদের নিজস্ব ঐতিহ্য রয়েছে। পাকিস্তানে ভারতীয় ঐতিহ্য টেনে আনা বন্ধ করুন। আমরা মুসলিম, আমাদের ধর্মে এই ধরনের পোশাক পরা মানা। সকলের মধ্যে নেতিবাচক ধারণা ছড়ানো বন্ধ করুন।’ 

এসকেডি