জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ভারতীয় ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে নেপাল। শুক্রবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিপার্টমেন্ট অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

সর্বশেষ মেডিক্যাল ট্রায়ালের তথ্য বলছে, করোনার বিরুদ্ধে কোভ্যাক্সিনের কার্যকারিতা ৮১ শতাংশ। নেপালের আগে ভারত ও জিম্বাবুয়ে—দু’টি দেশ জরুরি প্রয়োজনে এই টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। চলতি বছর জানুয়ারিতে এই টিকার অনুমোদন দিয়েছে ভারত এবং মার্চের প্রথম সপ্তাহে অনুমোদন দিয়েছে জিম্বাবুয়ে।

ভারত ও চীনের কাছ থেকে ইতোমধ্যে ২৩ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ গ্রহণ করেছে নেপাল। তার মধ্যে ১০ লাখ ডোজ ছিল উপহার। চীন অবশ্য দেশটিকে আরও ৮ লাখ ডোজ করোনা টিকা দেবে বলে কথা দিয়েছে, কিন্তু কবে নাগাদ এই টিকা পাওয়া যাবে, তা এখনও নিশ্চিত নয়।

গত জানুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে ‘হিমালয় কন্যা’ বলে পরিচিত দেশ নেপালে। ইতোমধ্যে দেশের প্রায় ১৬ লাখ মানুষকে টিকার প্রথম ডোজও দেওয়া হয়েছে। তবে বর্তমানে টিকার ডোজের স্বল্পতায় ভুগছে নেপাল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই স্বল্পতার কারণে কর্মসূচি দ্বিতীয় পর্যায় শুরু করতে পারছে না সরকার। নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জগেশ্বর গৌতম বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছিল ৫৫ বছরের ঊর্ধ্বে রয়েছেন— এমন ব্যক্তিদের।’

‘তাদের অনেককে টিকার প্রথম ডোজ দেওয়াও হয়েছে; কিন্তু টিকার ডোজের স্বল্পতার কারণে দ্বিতীয় ডোজ দেওয়া যাচ্ছে না। যতদিন পর্যন্ত টিকার নতুন চালান না আসা পর্যন্ত তাই আমরা এই কর্মসূচি স্থগিত রাখতে বাধ্য হয়েছি।’

গত বছর ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে মহামারি আকারে দেখা দিয়েছে করোনা। নেপালের সরকারি তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৭৫ হাজার ৭৫০ জন এবং এ রোগে সেখানে মারা গেছেন ৩ হাজার ১৬জন।

এদিকে, নেপালে কোভ্যাক্সিন অনুমোদনের পর ভারত বায়োটেক জানিয়েছে, এ পর্যন্ত ৪০ টি দেশ কোভ্যাক্সিনের ব্যাপারে আগ্রহ জানিয়েছে। এগুলোর মধ্যে ব্রাজিল, ফিলিপাইন এবং থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিজেদের দেশে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য খুব শিগগির এই টিকার অনুমোদন দেবে তারা।

সূত্র: রয়টার্স

এসএমডব্লিউ