ফিলিস্তিন থেকে ছোড়া রকেট প্রতিহতে আয়ডন ডোম ব্যবহার করছে ইসরায়েল -ফাইল ছবি

ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে টানা দুই দিন ইসরায়েলি পুলিশ তাণ্ডব চালানোর পর গত বুধবার ও বৃহস্পতিবার ইসরায়েলের ভেতর রকেট হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং লেবানন থেকে রকেটগুলো ছোড়া হয়।

এরপর লেবানন ও গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। দখলদার ইসরায়েলি সেনারা হামলা চালানোর পর ‘উত্তেজনা’ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল।

তবে শুক্রবার (৭ এপ্রিল) ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা নতুন করে আর হামলা চালাবে না। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, এ মুহূর্তে তাদের অপারেশন শেষ। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘কেউ এখন উত্তেজনা বৃদ্ধি পাক চায় না।’

তিনি আরও বলেছেন, ‘এ মুহূর্তে, অন্তত আগামী কয়েক ঘণ্টা শান্তির জবাব শান্তির মাধ্যমেই দেওয়া হবে।’

এদিকে ইসরায়েলি সেনারা লেবাননে যে পাল্টা চালিয়েছে, সেগুলো একটি উন্মুক্ত স্থানে চালানো হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানরত আল জাজিরার সাংবাদিক জিনা খোদর বলেছেন, ‘উন্মুক্ত স্থানে হামলা চালানোর বিষয়টি ইঙ্গিত করছে ইসরায়েল এ মুহূর্তে বড় সংঘাত চায় না।’

লেবানন থেকে কে বা কারা ইসরায়েলে হামলা চালিয়েছে সেটি নিশ্চিত নয়। যদিও এ হামলার পেছনে হামাসই রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলের একজন সাবেক সেনা কমান্ডার জানিয়েছেন, ইরান সমর্থিত লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অনুমতি নিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস।

এছাড়া লেবাননও চায় না এ মুহূর্তে ইসরায়েলের সঙ্গে সংঘাত বৃদ্ধি পাক। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এ হামলার নিন্দা জানিয়েছেন। লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভেতর যেন আর কোনো হামলা না হয় সেটি নিশ্চিতে কাজ শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ইতোমধ্যে দেশটির সেনারা হামলায় ব্যবহৃত একটি রকেট লঞ্চার খুঁজে পেয়েছেন। যেটি ধ্বংস করা হবে বলে জানিয়েছেন তারা।

সূত্র: আল জাজিরা

এমটিআই