নাসার প্রধান হচ্ছেন বিল নেলসন
সাবেক মার্কিন সিনেটর ও নভোচারী ৭৮ বছর বয়সী বিল নেলসনকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নতুন প্রধান হিসেবে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি অনলাইনের।
বিবিসির প্রতিবেদনে লেখা হয়েছে, বিল নেলসন মধ্যপন্থী ডেমোক্র্যাট হিসেবে পরিচিত। শুক্রবার তার এই মনোনয়ন যুক্তরাষ্ট্রের প্রধান দুই দল ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের পক্ষ থেকে প্রশংসা কুড়িয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নাসার প্রধান পদে নেলসনকে বাইডেনের এই মনোনয়ন নিশ্চিত করবে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। সিনেটে নিশ্চিত হওয়ার পর তিনি দেশটির মহাকাশ গবেষণার সংস্থার প্রধানের দায়িত্ব নেবেন।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার প্রধান হিসেবে মনোনীত হওয়ায় সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন নেলসন। তিনি আরও বলেছেন, ‘নাসাকে একটি উত্তেজনাপূর্ণ ভবিষ্যতের জন্য নেতৃত্ব দিতে তিনি সহায়তা করবেন’।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে যে, ‘তিনি অনেক বছর ধরে দেশের মহাকাশ কর্মসূচির একজন নিবেদিতপ্রাণ সিনেটর হিসেবে পরিচিত। মহাকাশ ও বিজ্ঞান আইনের প্রতিটি অংশে তার ছাপ রয়েছে।’
ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, ‘নাসাকে নেতৃত্ব দেওয়ার জন্য তার চেয়ে ভালো কারো কথা আমি ভাবতে পারি না। এছাড়াও দুই দলের আরও অনেক সিনেটর এই বাইডেনের এই মনোনয়নের প্রশংসা করেছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে প্রায় তিন বছর নাসার প্রধান ছিলেন জিম ব্রাডনেস্টাইন। মনোনয়ন নিশ্চিত হলে বিল নেলসন নাসায় তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। বর্তমানে নাসার ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন স্টিভ জুরসিজিক।
এএস