খেলতে দেবো না : মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের পশ্চিমবঙ্গে বইছে ভোটের হাওয়া। এবারের বিধানসভা নির্বাচনের এই হাওয়া আগের তুলনায় অনেকটা বেশিই গরম। নির্বাচনী প্রচারণায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়দের মুখে একটাই স্লোগান ‘খেলা হবে’। এবার তারই জবাব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘খেলতে দেব না’।
গত বৃহস্পতিবার পুরুলিয়ার এক জনসভায় মমতার ‘খেলা হবে’ কথাটির পাল্টা উত্তর দিয়ে মোদি বলেছিলেন, ‘দিদি বলেন, খেলা হবে। বিজেপি বলে, বিকাশ হবে, শিক্ষা হবে, মহিলাদের উত্থান হবে, যুবশক্তির সম্পূর্ণ বিকাশ হবে, চাকরি হবে, পরিষ্কার পানি হবে, গ্রামে গ্রামে হাসপাতাল হবে, স্কুল হবে।’
বিজ্ঞাপন
ওইদিন মোদি ‘খেলা খতম’-এর বার্তা দিয়ে বলেছিলেন, ‘দিদি ও দিদি! ১০ বছর বাংলার ভাই-বোনেদের চিন্তার খেলা খেলেছেন। এবার তার অবসান হবে। এবার খেলা শেষ হবে!’
এরপর আবার শনিবার (২০ মার্চ) নতুন সুর শোনালেন মোদি। এবার তিনি বললেন, ‘খেলতে দেব না’। খড়্গপুরে বিজেপির জনসভায় তিনি বলেন, ‘গরিবের ছেলে ডাক্তার হোক, তাতেও আপত্তি দিদির। তাই নতুন শিক্ষানীতি চালু করতে চাইছেন না। যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে দিদি ভাবেন না। বাংলার যুব সমাজ, মা-বোন, দরিদ্র, দলিতদের আশ্বাস দিচ্ছি, দিদিকে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেব না।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘দিদি বলে বেড়াচ্ছেন খেলা হবে। কিন্তু গোটা বাংলা বলছে, খেলা শেষ হবে। উন্নয়ন শুরু হবে। দিদির কাছ থেকে ১০ বছরের হিসাব চাচ্ছেন বাংলার মানুষ। জবাব দেওয়ার পরিবর্তে অত্যাচার চালাচ্ছেন তিনি।’
এমএইচএস