গত কয়েক বছর ধরেই মে মাসে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। চলতি মাসেও তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের গতিপথ কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তবু দুর্যোগ সামলাতে আগাম প্রস্তুতি নেওয়া শুরু করেছে ভারতের কলকাতা পৌর কর্তৃপক্ষ। 

গতকাল পশ্চিমবঙ্গ সচিবালয় নবান্নে জরুরি বৈঠকও হয়েছে। বৈঠকে পৌর ও নগরোন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায় বলেন, একাধিক খালে কাজ চলছে। কয়েকটি খালের কাজ বাকি। বর্ষার আগে যাতে শহরের সব খাল সংস্কার শেষ করা যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কমিটিকে রিপোর্ট দেব। 

প্রবল ঝড়বৃষ্টিতে গাছ পড়লে তা দ্রুত সরাতে কী করা যায় তাও ঠিক করা হয়েছে।  

ঝড়বৃষ্টিতে শহরের রাস্তায় পড়ে থাকা গাছ দ্রুত সরাতে পর্যাপ্ত সংখ্যক গাছ কাটার করাত মজুত রাখা হয়েছে।  একজন শীর্ষ কর্মকর্তা বলেন, গত কয়েক বছর ধরেই মে মাসে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। সেই মতো পৌরসভার তরফে সমস্ত দফতরকে আগাম সতর্কমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

এনএফ