ভিডিও: যেভাবে গ্রেপ্তার হলেন ইমরান খান
দুর্নীতির অভিযোগে রাজধানী ইসলামাবাদ হাইকোর্ট থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) একটি যৌথদল।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ন্যাবের নেতৃত্বে বিপুল সংখ্যক রেঞ্জার্স সদস্যের একটি বাহিনী তার কাপড় ধরে ধাক্কা দিতে দিতে একটি কালো রঙের টয়োটা হাইলাক্স ভিগো গাড়িতে তোলেন। এ সময় ইমরানের চারপাশ ঘিরে যে পরিমাণ রেঞ্জার্স সদস্য ছিলেন— তাতে কারোর পক্ষে ইমরানের আশে পাশে ঘেঁষা সম্ভব ছিলো না। ভিডিও চিত্রে এ সময় ইমরান খানের পিঠে রেঞ্জার্স সদস্যদেরকে ঘুষি দিতেও দেখা গেছে।
বিজ্ঞাপন
— PTI (@PTIofficial) May 9, 2023
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির একটি এক্সক্লুসিভ ভিডিওচিত্রে দেখা গেছে, আদালত ভবনের একটি কক্ষের ভেতর এক প্রান্তে শান্ত হয়ে বসে আছেন ইমরান খান। এ সময় তার চোখ কালো সানগ্লাসে ঢাকা ছিল। ঘরের ভেতর কালো পোশাকধারী একদল মানুষ ব্যাপক হইচই করছে এবং শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইমরান।
মঙ্গলবার বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ১ মে ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ন্যাবের চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজির আহমেদ বাট। সেই পরোয়ানার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে পাকিস্তানের প্রধান বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানকে।
বিজ্ঞাপন
শারীরিক নিগ্রহ করা হয়েছে ইমরান খানকে
ইমরানকে গ্রেপ্তার করতে আসা রেঞ্জার্স কর্মীরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার আলী গোহার। জিও টিভিকে এই আইনজীবী বলেন, ‘ইমরান খান আদালত ভবনের ডায়রি সেকশনে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ দরজা ভেঙে একদল রেঞ্জার্সকর্মী ঢুকে পড়ে তাকে ধরে উঠিয়ে নিয়ে যায়।’
‘আমি এবং আলী বুখারি (ইমরান খানের অপর আইনজীবী) এ সময় ইমরান খানের পাশে উপস্থিত ছিলাম। আদালত ভবন থেকে গাড়িতে তোলার সময় তার মাথা ও আহত পায়ে আঘাত করেছে রেঞ্জার্স সদস্যরা।’
এসএমডব্লিউ