৪৭ বছর বয়সী স্ত্রী পরকীয়া করছেন বলে সন্দেহ ছিল স্বামীর। বাসায় প্রতিবেশি যুবকের যাওয়া-আসা নিয়েও ছিল আপত্তি। সন্ধ্যার পর স্ত্রীর জানালার পাশে দাঁড়িয়ে থাকাও পছন্দ ছিল না স্বামীর। 

এসব থেকেই মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উছেঠে স্বামীর বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্বামী ব্রজেন মণ্ডলকে।  

এই দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি হতো। সম্প্রতি বাড়িতে প্রতিবেশী যুবকের আসা নিয়ে দু’জনের বিস্তর ঝামেলা হয়। মঙ্গলবার রাতেও একই কারণে ঝগড়া হয় ব্রজেন ও কল্পনার মধ্যে। অভিযোগ উঠেছে, মধ্যরাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে খুন করেন ব্রজেন। এরপর সন্দেহ এড়াতে ঘুম থেকে উঠে নিয়মমাফিক মাঠের কাজেও বেরিয়ে যান।

সকাল প্রতিবেশি এক নারী কল্পনার বাড়িতে যেতেই ঘরে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

খোঁজ শুরু হয় ব্রজেনের। অনেক খোঁজাখুঁজির পর গ্রামবাসীই ব্রজেনকে গ্রামের একটি মাঠ থেকে ধরে আনেন। গ্রামবাসীর দাবি, ব্রজেন স্বীকার করেছেন যে, মঙ্গলবার গভীর রাতে কল্পনা যখন ঘুমিয়ে পড়েন, তখন তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করেছেন তিনি।

এনএফ