ভারতের কর্ণাটক রাজ্যে বিধান সভার ভোট শেষে বুথ ফেরত যে সমীক্ষাগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর কোনো কোনোটিতে কংগ্রেসকে নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে বলে বলা হচ্ছে। আর অধিকাংশ সমীক্ষার পূর্বাভাস এই বিধানসভা ভোটে ক্ষমতাসীন বিজেপিকে পেছনে ফেলে সবচেয়ে বড় দল হতে পারে কংগ্রেস। 

তবে প্রকৃত ফলের জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।  

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় অন্তত ১২২টি আসনে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস। এমনকি তা বেড়ে পৌঁছাতে পারে ১৪০-এ। 

অন্য দিকে, বিজেপি ৬২-৮০ কেন্দ্রে জিততে পারে। ওই সমীক্ষা অনুযায়ী কং‌গ্রেস ৪৩, বিজেপি ৩৫ শতাংশ ভোট পেতে পারে। 

আবার অন্য একটি বুথফেরত সমীক্ষার ইঙ্গিত কংগ্রেস ১২০, বিজেপি ৯২ আসনে জিততে পারে।

বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে ভোট। এরপর বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হতে থাকে। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় নিরঙ্কুশ গরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩টি আসন।   

সূত্র : আনন্দবাজার।  

এনএফ