সেনাদের পিছু হটার দাবি প্রত্যাখ্যান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
ইউক্রেনের বিধ্বস্ত শহর বাখমুতসহ পূর্ব দিকের কিছু অঞ্চল থেকে রাশিয়ার সেনারা পিছু হটেছে— বৃহস্পতিবার (১১ মে) এমন তথ্য জানিয়েছিল মস্কোপন্থি কিছু সামরিক সূত্র। তবে এ তথ্যকে উড়িয়ে দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করেছে, ‘সম্মুখভাগের নিয়ন্ত্রণ’ তাদের কাছেই রয়েছে।
এরআগে বাখমুতে লড়াইরত ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন বুধবার বলেছিলেন, শহরটি থেকে রাশিয়ার সেনাবাহিনীর সেনারা নিজ অবস্থান পরিত্যাগ করে চলে গেছেন।
বিজ্ঞাপন
সম্মুখভাগে নিজেদের নিয়ন্ত্রণ থাকার দাবি করে বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “যুদ্ধের সম্মুখভাগের কয়েকটি দিক দিয়ে ‘বেকথ্রু’ নিয়ে টেলিগ্রামে ব্যক্তিগত ঘোষণার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিশেষ সামরিক অভিযানের অঞ্চলের সাধারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
ওয়াগনার প্রধান প্রিগোজিন আরও জানান, বাখমুতে ইউক্রেনীয় সেনাদের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে। তবে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি জানান, তাদের পাল্টা আক্রমণ শুরু হতে আরও কিছু সময় লাগবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘বর্তমানে আমাদের যে শক্তি আছে, এতে আমরা সামনে এগিয়ে যেতে পারব এবং সাফল্যও পাব। কিন্তু আমরা এতে অনেক মানুষকে হারাব। আমি মনে করি এটি গ্রহণযোগ্য নয়। তাই আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের এখনো কিছুটা সময় প্রয়োজন।’
সূত্র: বিবিসি
এমটিআই