জি২০ বৈঠক কাশ্মিরে কেন করছে ভারত?
বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ঐক্যমঞ্চ জি২০ জোটের পরবর্তী সম্মেলনের আয়োজক দেশ ভারত সেই সম্মেলনের কয়েকটি বৈঠক কাশ্মিরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ভারতের এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক বিভাগের বিশেষ প্রতিবেদক কানাডার ফার্নান্ড ডি ভারেনেস।
একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, জম্মু ও কাশ্মিরে ভারত সরকার যা করে চলেছে, তার আন্তর্জাতিক অনুমোদনের জন্যই সেখানে জি২০ বৈঠক করতে চাইছে।
বিজ্ঞাপন
কাশ্মিরে ভারতীয় সেনার মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন কানাডার শিক্ষাবিদ ফার্নান্ড।
• আরও পড়ুন : কাশ্মিরে জি২০ বৈঠক আয়োজন ভারতের, ক্ষুব্ধ পাকিস্তান
বিজ্ঞাপন
তার এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। ভারত এক বিবৃতিতে বলছে, জম্মু ও কাশ্মির নিয়ে জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক বিশেষ প্রতিবেদক দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, আগামী ২২-২৪ মে শ্রীনগরে জি২০-র পর্যটন সংক্রান্ত কার্যকরী গোষ্ঠীর বৈঠক হওয়ার কথা। ইতোমধ্যেই জম্মু ও কাশ্মিরের রাজধানীতে তার প্রস্তুতি প্রায় শেষ। ২০২২ সালের মার্চ মাসে ৩৬টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন কাশ্মিরে হওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে। কূটনৈতিক মহলের একাংশের মতে, এ বার সেখানেই জি২০ আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের ওপরে চাপ বাড়াতে চাইছে ভারত।
এনএফ