ভারতের জম্মু-কাশ্মিরে জি-২০ সম্মেলন শুরু হচ্ছে আজ সোমবার। সম্মেলনে ২০ দেশের ৬০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ইভেন্ট জম্মু-কাশ্মির উপত্যকায় পর্যটনের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে বলছেন দেশটির কেন্দ্রীয় পর্যটন সচিব।

অন ইন্ডিয়ার খবরে বলা হয়, জম্মু-কাশ্মিরকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরতেই এবার ভারতের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ জম্মু-কাশ্মিরকে বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও স্বাভাবিকতা পুনরুদ্ধারের সুযোগ দেবে।

২২ থেকে ২৪ মে তিনদিন ব্যাপী কাশ্মির উপত্যকায় পর্যটন ওয়ার্কিং গ্রুপের ঐতিহাসিক জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে স্থানীয় প্রশাসন আয়োজন নিশ্চিত করেছে। নিরাপত্তার কোনো কমতি রাখা হয়নি।

২০২২ সালে জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের কেন্দ্রীয় পর্যটন সচিব অরবিন্দ সিং বলেন, কিছু সদস্য দেশ এখনও নিবন্ধন করেনি। তবে আমরা আশা করছি- তারা নিবন্ধন সম্পূর্ণ করবে। নিবন্ধনের শেষ তারিখ ২২ মে। এদিনই শুরু হচ্ছে জি-২০ সম্মেলন। ইতোমধ্যে বিভিন্ন দেশের ৬০ জন অংশ নিচ্ছেন বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় পর্যটন সচিব বলেন, জম্মু ও কাশ্মিরে সভা অনুষ্ঠিত করা শুধুমাত্র পর্যটনের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দেবে না, বরং বিশ্বব্যাপী জম্মু ও কাশ্মিরের এই অঞ্চলে স্থিতিশীলতা এবং স্বাভাবিকতা পুনরুদ্ধারের একটা আবহ তৈরি করবে।

ইতোমধ্যে জম্মু-কাশ্মিরের ডাল লেক এবং এসকেআইসিসি-র আশেপাশে যেখানে সম্মেলনটি অনুষ্ঠিত হবে, সেখানে এলিট এনএসজি, মেরিন কমান্ডো, প্যারা মিলিটারি ট্রুপস, স্থানীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি পর্যাপ্ত সংখ্যক বাহিনী মোতায়েন করেছে।

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মিরের রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়েছিল ভারত। পরিবর্তে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছিল পুরনো জম্মু-কাশ্মিরকে। তারপরে জি-২০ সম্মেলন কাশ্মিরে সবচেয়ে বড় আন্তর্জাতিক ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে।

জি ২০-র সদস্য দেশগুলি হল- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য বা ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ইউরোপীয় ইউনিয়ন।

এমজে