গ্রীষ্মের দুপুরে সড়কে উল্টে গেল বিয়ার ভর্তি একটি ট্রাক। সেই খবর শুনে ছুটে এলেন স্থানীয়রা। ব্যস্ত হয়ে পড়লেন মাদকের বোতল কুড়াতে।

মঙ্গলবার (৬ জুন) ভারতের অন্ধ্রপ্রদেশে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের কাসিমকোটা মণ্ডলের বাইয়াভরম জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল মদের বোতল বোঝাই ট্রাকটি। পথে চালক নিয়ন্ত্রণ হারান। ফলে উল্টে যায় ট্রাকটি। ওই ট্রাকে ছিল বিয়ারের ২০০টি কেস। পড়ে গিয়ে অনেক বোতল ভেঙে যায়। আর যেগুলো ভাঙেনি সেগুলো কুড়িয়ে নিতে ছুটে আসেন বাসিন্দারা।

আস্ত বোতল কুড়িয়ে নিয়ে যান অনেকে। সেই ঘটনার ছবি, ভিডিও এখন ভাইরাল। তাতে দেখা গেছে, বিয়ারের বোতল কুড়িয়ে নেওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে।

/এসএসএইচ/