আবারও ভিজিট ভিসায় পরিবর্তন আনল আমিরাত
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত নিজেদের ভিজিট ভিসায় ফের পরিবর্তন এনেছে। আগে এ ভিসার মেয়াদ ছিল ৯০ দিন। তবে গত বছরের শেষ দিকে এটির মেয়াদ ৬০ দিনে কমিয়ে আনা হয়। তবে আবারও এ সময়সীমায় পরিবর্তন এনে ৯০ দিন করা হয়েছে।
বুধবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
বিজ্ঞাপন
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোস্ট সিকিউরিটির (আইসিপি) কল সেন্টারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ওই কর্মকর্তা বলেছেন, যারা ৯০ দিনের জন্য আরব আমিরাতে অবস্থান করতে চান তারা এ সুবিধা ভোগ করতে পারবেন। এজন্য সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করলেই হবে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় কাজ করবে।
বিজ্ঞাপন
শিল্প বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মে মাসের শেষ দিকে এই ভিসার মেয়াদ ৯০ দিনে পুনর্বহাল করা হয়। শুধু তাই নয়, আমিরাতে অবস্থানকালেই ভিসাটির মেয়াদ আরও বৃদ্ধি করা যাবে।
রিগাল ট্যুরস ওয়ার্ল্ডওয়াইডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সুবাইর থেকপুরাথাবালাপ্পিল বলেছেন, ‘আমিরাতে দুই ধরনের এন্ট্রি (প্রবেশ) ভিসা রয়েছে— একটি হলো ট্যুরিস্ট ভিসা, যেটির মেয়াদ ৩০ বা ৬০ দিন। দ্বিতীয়টি হলো ভিজিট ভিসা। এই ভিসার মেয়াদ ৯০ দিন।’
তিনি জানিয়েছেন, ট্যুরিস্ট এবং ভিজিটি ভিসা দুটি আমিরাতে আসা সাধারণ মানুষের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্য করবে।
কারা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন?
রুথ ট্যুরিজম এলএলসির বিক্রয় পরিচালক লিবিন ভারগিস বলেছেন, ভিজিট ভিসার মেয়াদ যে আবারও ৯০ দিন করা হয়েছে এ ব্যাপারে অনেকেই অবগত নন। তিনি জানিয়েছেন, যে কেউই এ ভিসার আবেদন করতে পারবেন। আর এটি কার্যকর হবে শুধুমাত্র দুবাই এবং আবুধাবিতে।
তিনি আরও জানিয়েছেন, আরব আমিরাতে অবস্থানকালেই চাইলে ভিসার মেয়াদ বৃদ্ধি করা যাবে।
ভিসা ফি
ভিসা ফি কত লাগবে এটি নির্ভর করবে একজন ট্রাভেল এক্সপার্টের ওপর। তবে সর্বনিম্ন ভিসা ফি হবে ১ হাজার ৫০০ দিরহাম; যা সর্বোচ্চ ২ হাজার দিরহাম পর্যন্ত হতে পারে। মানে এই ভিসার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা খরচ করতে হবে।
যেসব কাগজপত্র লাগবে
রিগাল ট্যুরস ওয়ার্ল্ডওয়াইডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সুবাইর থেকপুরাথাবালাপ্পিল বলেছেন, এ ভিসা পেতে হলে আবেদনকারীকে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্টের কপি দিতে হবে। এছাড়া ভিসা প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
যদিও তিনি বলেছেন, ‘যখন পুনর্বহালকৃত ভিসার জন্য কেউ আবেদন করবে তখন এটি ৫ কর্মদিবস সময় লাগতে পারে। তবে আমরা মাঝে মাঝে ২ দিনের মধ্যেও ভিসা পেতে পারি।’
সূত্র: খালিজ টাইমস
এমটিআই