মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে উন্মুক্ত স্থানে কিংবা সরাসরি সূর্যের আলোতে দুপুর বেলা কাজ করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে দেশটিতে এই নিয়ম কার্যকর হবে বলে আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, আমিরাতে বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে বা সরাসরি দেশটিতে সূর্যের আলোতে কাজ নিষিদ্ধ করার আইন আগামীকাল (১৫ জুন) কার্যকর হবে। সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় ১৯তম বছরের মতো ‘মিডডে ব্রেক’ নামের এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

কোনও কর্মী ওই সময়ের মধ্যে বিধি-নিষেধ উপেক্ষা করে কাজ করলে তার নিয়োগকর্তাকে ৫ হাজার আমিরাতি দিরহাম জরিমানা করা হবে। নিষিদ্ধ সময়ে একাধিক কর্মীকে কাজ করানো হলে সর্বোচ্চ ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রয়েছে ওই আইনে।

দেশটির বাসিন্দাদের মানবসম্পদ মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে অথবা ৬০০৫৯০০০০ টেলিফোন নম্বরে ফোন করে আইনলঙ্ঘনকারীদের ব্যাপারে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, এই সিদ্ধান্তের ফলে দেশটিতে দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা হবে। তবে কোনও কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে আট ঘণ্টার বেশি কাজ করানোর প্রয়োজন হলে তাকে ওভারটাইমের জন্য অতিরিক্ত মজুরি দিতে হবে।

এসএস