ঘূর্ণিঝড় বিপর্যয়: গুজরাটগামী ৯৫ ট্রেনের যাত্রা বাতিল
আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ গুজরাট ও পাকিস্তানের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় ১৫০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ‘বিপর্যয়ে’র জেরে গুজরাটের উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত গুজরাটগামী ৯৫টি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে।
ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। গুজরাটে ঝড়ের প্রভাবে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। গত দু’দিনে উপকূলীয় এলাকা থেকে ৩৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গুজরাটের উপকূলে মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৭টি ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন তারা।
বিজ্ঞাপন
দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’ আঘাতে গুজরাটের কুচ, দ্বারকা, পোরবন্দর, জামনগর, মোরবি, জুনাগড় এবং রাজকোটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এসব এলাকার কাঁচা বাড়িঘর বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতোমধ্যে এলাকায় অনেক বিদ্যুতের খুঁটি ও গাছপালা উপড়ে গেছে। ফলে বিদ্যুৎ পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
সৌরাষ্ট্র, দ্বারকা এবং কুচ জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে আটটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গুজরাট ছাড়াও সতর্কতা জারি হয়েছে কেরালা, তামিলনাড়ু, রাজস্থান, কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গোয়া, দমন ও দিউ, লক্ষদ্বীপ এবং দাদর ও নগরহাভেলিতে।
বিজ্ঞাপন
এরইমধ্যে মুম্বাইয়ে ‘বিপর্যয়ের’ কারণে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এমএ