ভিডিও: হত্যাকাণ্ডের ঘটনার লাইভের সময় নারীর নাচ
যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের নটিংহামে হত্যাকাণ্ডের একটি ঘটনার লাইভ সম্প্রচারের সময় সাংবাদিকের পেছনে দাঁড়িয়ে এক নারীর নাচের ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ব্রিটিশ টেলিভিশন চ্যানেল স্কাই নিউজের সাংবাদিকের লাইভের সময় ওই নারীর এমন কাণ্ডের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার এমন কর্মকাণ্ডকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন। গত মঙ্গলবার ভোরের দিকে সেন্ট্রাল লন্ডনের নটিংহামে ছুরিকাঘাতে তিনজন নিহত ও ভ্যানের ধাক্কায় আরও তিনজন আহত হন।
বিজ্ঞাপন
স্কাই নিউজের প্রতিনিধি সারাহ-জেন মি নটিংহামে পৌঁছে হত্যাকাণ্ডের ওই ঘটনার লাইভ করছিলেন। লাইভ চলাকালীন সারাহর পেছনের দিকে নীল রঙের টপ ও শর্টস পরিহিত এক নারীকে ক্যামেরায় দেখা যায়। হত্যাকাণ্ডের লাইভ করার সময় স্কাই নিউজের প্রতিনিধির পেছনে ওই নারী দুই হাত তুলে নাচেন।
— Tru Lee (@truleely) June 15, 2023
এই ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ে। শোকাহত আবহের মাঝে ওই নারীর এমন অনাকাঙ্ক্ষিত নাচের ঘটনার তীব্র সমালোচনা করেছেন অনেকে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওর নিচে একজন লিখেছেন, সে কী বিব্রতকর! আরেকজন লিখেছেন, মনে হচ্ছে সে আগে কখনও টিভিতে আসেনি।
ছুরিকাঘাতে তিনজনের প্রাণহানি ছাড়াও চুরি করা ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় পথচারীদের ওপর তা চালিয়ে দেওয়া হয়। ভ্যান চাপার এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় নটিংহাম কর্তৃপক্ষ সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
সূত্র: এনডিটিভি।
এসএস