ধ্বংসাবশেষে ডুবোযানটির ‘দুটি অংশ’ রয়েছে
নিখোঁজ ডুবোযান টাইটানকে খুঁজতে গিয়ে আটলান্টিক মহাসাগরের নিচে একটি ধ্বংসাবশেষ পেয়েছেন উদ্ধারকারীরা। যা ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের কাছেই পাওয়া গেছে।
গত রোববার এই টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে সমুদ্রের ১২ হাজার ফুট নিচে ডুব দিয়েছিল টাইটান। এরপরই এটি নিখোঁজ হয়ে যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন>>> টাইটানিকের কাছে নতুন ধ্বংসাবশেষের সন্ধান
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উদ্ধার কাজের সঙ্গে যুক্ত ডাইভ বিশেষজ্ঞ ডেভিড মার্নস জানিয়েছেন, টাইটানিকের কাছে পাওয়া ধ্বংসাবশেষে নিখোঁজ জাহাজ টাইটানের ‘ল্যান্ডিং ফ্রেম’ এবং ‘পেছন ভাগের ঢাকনা’ রয়েছে।
বিজ্ঞাপন
ডেভিড মার্নস অপর ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকেও একই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, সমুদ্রে ডাইভিং এবং উদ্ধারকাজে অংশ নেওয়া সংস্থা এক্সপ্লোরার গ্রুপের প্রেসিডেন্ট তাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্যটি জানিয়েছেন। তবে তার এ দাবির সত্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, তারা একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবে। বাংলাদেশ সময় ২৩ জুন রাত ১টায় এই সংবাদ সম্মেলনটি হবে।
সূত্র: বিবিসি
এমটিআই