বিশ্ববাসীকে ইসলাম ধর্মের দ্বিতীয় উৎসব ঈদুল আজহা ও নতুন হিজরি বছরের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রপ্রধান এবং বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদ। সেই সঙ্গে চলতি বছর বাইরের বিভিন্ন দেশ থেকে হজ করতে আসা হজযাত্রীদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি।

মঙ্গলবার এক টুইটবার্তায় বাদশাহ বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই— তিনি যেন পুরো বিশ্বের মুসলিমদের বরকত দান করেন এবং চলতি বছর যেসব হজযাত্রী হজ করেছেন, তাদের সবার হজ কবুল করেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে (হিজরি) নতুন বছরের শুভেচ্ছা।’

আরবি চান্দ্র বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের ১০ তারিখ দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করেন ইসলাম ধর্মাবলম্বীরা। আবার এই দিনে পশু কোরবানির মাধ্যমে হজ শেষ করেন হজযাত্রীরাও।

চাঁদের আবর্তনের কারণে বিশ্বজুড়ে ঈদুল আজহা উদযাপনে এক দিনের তারতম্য ঘটে। আজ ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আগামীকাল ২৯ জুন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে উদযাপিত হবে ঈদ।

হজের শেষ দিন মিনায় পশু কোরবানি করেন হজযাত্রীরা। এই দিন হজযাত্রীদের খোঁজ খবর নিতে মিনায় এসেছিলেন সৌদি বাদশা।

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখেরও বেশি মানুষ মক্কায় গিয়েছেন হজ করতে। করোনা মহামারির পর এই প্রথম এত বিপুলসংখ্যক হজযাত্রীর আগমন ঘটেছে সৌদিতে।

সূত্র : আল আরাবিয়া

এসএমডব্লিউ