গাড়ি—  নাম শুনলেই আমাদের চোখে ভাসে দরজাসমৃদ্ধ চার চাকার একটি বাহনের কথা। তবে এবার ব্যতিক্রমধর্মী একটি গাড়ি তৈরি করে সবার নজর কেড়েছেন একদল প্রকোশলী। যেটিতে নেই কোনো দরজা বা চাকা।

এই গাড়িটিকে বিশ্বের সবচেয়ে ‘নিচু গাড়ি’ হিসেবেও অভিহিত করা হয়েছে।  

মাসিমো নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে গত ২৬ জুন ভিন্নরকম গাড়িটির একটি ভিডিও প্রকাশ করা হয়। যা পরবর্তীতে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, দরজা-চাকাবিহীন নীল-সবুজ রঙের যানটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর আশপাশে দাঁড়িয়ে অনেকে তা দেখছেন।

এ ভিডিওটি অবশ্য প্রথম প্রকাশ করা হয়েছিল কারামাগেদন নামের একটি ইউটিউব চ্যানেল থেকে। ওই ভিডিওতে বলা হয়েছে, একটি ভাঙা গাড়ি থেকে এটি তৈরি করা হয়েছে। আর এখন এটিকে বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি হিসেবে বলা হচ্ছে।

গাড়িটির ভেতর একটি রোবট কাঠের শক্ত কাঠামোর ভেতর স্থাপন করা হয়েছে। এছাড়া এটির সামনে একটি গো প্রো ক্যামেরাও লাগানো হয়েছে।

‘বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি’ শিরোনামে ভিডিওটি টুইটারে প্রকাশের পরপরই এটি ভাইরাল হয়। টুইটার ব্যবহারকারীরা অবশ্য গাড়িটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

একজন লিখেছেন, ‘আমি ভাবছি গাড়িটি একটি স্পিড বাম্পের সামনে গেলে কি হবে।’

আরেকজন লিখেছেন, ‘এটি যদি গাড়ি হয় তাহলে আমি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।’

‘এ গাড়ির কাজ কী?’ লিখেছেন আরেকজন।

অপর এক ব্যবহারকারী প্রশ্ন করেছেন, ‘এ গাড়ি মিস্টার বিন, মিস্টার বিনের জন্য উদ্ভাবন করেছে।’

আরেক টুইটার ব্যবহারকারী বলেছেন, ‘যদি এটি যাত্রী পরিবহণ করতে না পারে তাহলে এটিকে গাড়ি কেন বলা হচ্ছে।’

সূত্র: এনডিটিভি

এমটিআই