উপজাতি শ্রমিকের শরীরে মূত্রত্যাগ, ভারতে যুবক আটক
ভারতের মধ্যপ্রদেশে উপজাতি শ্রমিকের ওপর মূত্রত্যাগ করায় এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, রাস্তায় বসে থাকা এক উপজাতির ওপর মুত্রত্যাগ করছেন প্রাভেস সুকলা নামের এক যুবক। এই সময় তাকে সিগারেট ফুঁকতেও দেখা যায়।
বিজ্ঞাপন
ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। তারা ওই যুবককে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানান। এরপর তাকে উপজাতি নৃশংসতা প্রতিরোধী আইনে গ্রেপ্তার করা হয়।
মধ্যপ্রদেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের কয়েকজন নেতা দাবি করেছেন, প্রাভেস সুকলা ক্ষমতাসীন বিজেপির কর্মী। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে দলটি।
বিজ্ঞাপন
কেন ওই যুবক এমন কাজ করলেন সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করেনি পুলিশ। তারা জানিয়েছে, ‘প্রথমে এই মামলার বিষয়গুলো দেখতে হবে।’
যদিও উপজাতিদের অধিকার রক্ষায় ভারতে আইন রয়েছে; কিন্তু তা সত্ত্বেও প্রতিদিনই তাদের ওপর হামলার ঘটনা ঘটে। দেশটিতে সবমিলিয়ে উপজাতি সম্প্রদায়ের ২০ কোটি মানুষ বসবাস করেন বলে ধারণা করা হয়।
এমন ঘটনার পর নিন্দা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান। তিনি হুমকি দিয়েছেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে।
কেউ কেউ বলছেন, এমন ঘটনার সময় মাতাল ছিলেন সুকলা। তবে অভিযুক্ত সুকলা ও তার পরিবার এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
সূত্র: বিবিসি
এমটিআই