প্রতীকী ছবি।

আয়ারল্যান্ডের ডাবলিনে নতুন একটি হোটেল তৈরির কাজ চলার সময়ে খোঁজ মিলেছে হাজার বছরের পুরনো একটি কবরস্থানের। এমনকি সেখানে পাওয়া গেছে ১০০টি কঙ্কালের অংশও। এর মধ্যে দুইটি একাদশ শতকের প্রথম দিকের বলেই মনে করা হচ্ছে।

পুরাতাত্ত্বিকরা ধারণা করেছেন এ কঙ্কালের অংশগুলো মিডল এজের। মিডিয়েভাল ইউরোপে ৫ থেকে ১৫ শতকের সময়কালের মধ্যে এ কবরস্থানটি তৈরি হয়েছিল।

বিবিসির সূত্র অনুযায়ী, ওই এলাকা দ্বাদশ শতকে সেন্ট মেরিস অ্যাবির অংশ ছিল। ডাবলিনের অ্যাবি স্ট্রিট ও ক্যাপেল স্ট্রিটের সংযোগস্থলে রয়েছে এ সেন্ট মেরিস অ্যাবি।

এদিকে, কবরস্থানটির কার্বন ডেটিং করে বেশ কিছু তথ্য উঠেছে এসেছে। এটি সেন্ট মেরিস অ্যাবি তৈরি হওয়ার আগের। সেই সময়ে ওই এলাকায় খ্রিস্টান জনবসতি ছিল। তাদেরই কবরস্থান এটি। এছাড়া এখানে এর পাশাপাশি ডাচ বিলিস স্থাপত্যের অংশও মিলেছে। কবরস্থানে পাওয়া কঙ্কালের অংশগুলো ইংল্যান্ডের ন্যাশনাল মনুমেন্ট সার্ভিসেসে পাঠানো হবে।

এফকে