আয়কর থেকে ৩ মাসে ৫০ হাজার কোটি রুপিরও বেশি আয় ভারতের
১ এপ্রিল থেকে ৯ জুলাই— মাত্র তিন মাসে আয়কর ও অন্যান্য সরাসরি কর থেকে ৫০ হাজার ২০০ কোটি রুপি আয় করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির কেন্ত্রীয় কর দপ্তরের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, গত বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আয়কর ও অন্যান্য সরাসরি কর থেকে যত আয় হয়েছিল, চলতি বছরের এই সময়সীমায় সেই আয় বেড়েছে ১৫ শতাংশ।
বিজ্ঞাপন
২০২২ সালের ১ এপ্রিল থেকে ৯ জুলাই পর্যন্ত যাবতীয় সরাসরি কর থেকে ভারতের কেন্দ্রীয় সরকার ৪০ হাজার ৮০০ কোটি রুপি আয় করেছিল।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত সরাসরি কর থেকে মোট ৪ লাখ ২০ হাজার কোটি রুপি আয় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে কর দপ্তারের বিবৃতিতে।
বিজ্ঞাপন
এসএমডব্লিউ