পঞ্চায়েত নির্বাচনে অনেক এগিয়ে মমতার তৃণমূল
ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে জয়ের দিক দিয়ে অনেক এগিয়ে আছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। গত শনিবার রাজ্যে স্থানীয় সরকার নির্বাচন হয়। এরপর মঙ্গলবার (১১ জুলাই) শুরু হয় ভোট গণনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের তিন স্তর— গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মধ্যে— গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছে।
বিজ্ঞাপন
আর গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ইতোমধ্যে ২৩ হাজার ১৯৮টি আসনে জয় পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে। অপরদিকে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নরেন্দ্র মোদির দল বিজেপি এগিয়ে ৫ হাজার ৭৫৬টি আসনে। সিপিআই (এম) এগিয়ে ২ হাজার ৪৮টি এবং কংগ্রেস ১ হাজার ৪৩৯টি আসনে এগিয়ে আছে।
অন্যন্যা দলগুলোর মধ্যে— নতুন প্রতিষ্ঠিত আইএসএফ এগিয়ে আছে ১হাজার ৭২১টি আসনে। অপরদিকে স্বতন্ত্ররা জয় পেয়েছে ৭১৮টি আসনে। আর তারা এগিয়ে আছে ২১৬টি আসনে। এসব স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তৃণমূলের বিদ্রোহীরাও রয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে তৃণমূল এগিয়ে যাওয়ার পর বিজেপি অভিযোগ করেছে ক্ষমতাসীনরা ‘ভোটের ফলাফল ডাকাতির চেষ্টা করছে।’ দলটি আরও অভিযোগ করেছে, ভোট গণনা কেন্দ্রে তাদের এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ভোটের ফলাফলে এগিয়ে যাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তৃণমূলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এতে তিনি বলেছেন, ‘গ্রামীণ বাংলার সবজায়গায় তৃণমূল। আমি সাধারণ মানুষকে তাদের ভালোবাসা, ভক্তি ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। এ নির্বাচন প্রমাণ করেছে এই রাজ্যের মানুষের মনে শুধুমাত্র তৃণমূলই বাস করে।’
এদিকে পশ্চিমবঙ্গের এবারের পঞ্চায়েত নির্বাচন ঘিরে ব্যাপক সহিংসতা হয়েছে। এবার শুধুমাত্র ভোটের দিনই অন্তত ১৫ জন নিহত হন। এর আগে নির্বাচনের তারিখ ঘোষণার দিন থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত আরও প্রায় ২০ জনের প্রাণহানি ঘটে।
সূত্র: এনডিটিভি
এমটিআই