টমেটো বিক্রি করে ৩০ লাখ আয়, কাল হলো সেই টাকাই
গত কিছুদিন ধরে ভারতে লাগামছাড়া টমেটোর দাম। এরইমধ্যে অন্ধ্রপ্রদেশের এক শহরের এক বৃদ্ধ টমেটো বিক্রি করে কয়েক লাখ টাকা আয় করেছিলেন। সেই টাকাই কাল হলো তার জন্য।
টাকার জন্য ওই বৃদ্ধেকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তির নাম রাজশেখর রেড্ডি (৬২)। নিজের ক্ষেতে টমেটো ফলিয়ে বিক্রি করতেন তিনি। রাজশেখর শুধু জুলাই মাসের প্রথম সপ্তাহে ৭০ বাক্স টোম্যাটো বিক্রি করেছিলেন। তার আয় হয়েছিল প্রায় ৩০ লাখ টাকা। সেই টাকার জন্যেই তাঁকে খুন হতে হয়েছে বলে দাবি পরিবারের।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, রাজশেখর বাইক চালিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার রাস্তা আটকান। মুখে কাপড় গুঁজে গাছের সঙ্গে তাকে বেঁধে ফেলেন তারা। তারপর বেধড়ক মারধর করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, এলাকার অন্যান্য ব্যবসায়ীরা এই খুনের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। এই হত্যার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
এনএফ