ভারতের বিরোধী দলীয় নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে বহনকারী বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পথে মধ্যপ্রদেশের ভোপালে জরুরি অবতরণ করে তাদের বহনকারী বিমানটি।  

বেঙ্গালুরুতে গত দুদিন বৈঠক করেন ভারতের বিরোধী দলের নেতারা। ওই বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি ফিরছিলেন সোনিয়া ও রাহুল।  

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বেঙ্গালুরু থেকে উড্ডয়নের পর মাঝ আকাশে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে বিমানটি। সে কারণে ভোপাল বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি।  

বেঙ্গালুরুতে বিরোধী দলগুলোর বৈঠকে ইন্ডিয়া নামে জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে রাহুল গান্ধি বলেন, লড়াই এবার নরেন্দ্র মোদি এবং ইন্ডিয়ার মধ্যে।  

এনএফ