মণিপুরে সরকারকেই দায়ী করলেন সেই তরুণীর মা
ভারতের অগ্নিগর্ভ মণিপুরে যে দুই নারীকে প্রকাশ্য রাস্তায় নগ্ন করে ঘোরানো হয়েছে সেই দুই নারীর একজনের মা বলছেন, তারা আর কখনও নিজেদের গ্রামে ফিরতে পারবেন না। বাড়ি ফেরা অসম্ভব। সবকিছুর জন্য বিজেপি শাসিত মণিপুর সরকারকে দায়ীও করেন তিনি।
গত ৩ মে মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হয়। এর রেশ এখনও চলছে। এ সহিংসতায় এরইমধ্যে ১৫০ মানুষের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
ওই তরুণীর মা আরও বলেন, তিনি ওই ঘটনার পর থেকে অসুস্থ। মানসিকভাবে ভালো নেই।
তার অভিযোগ, শুধু মেয়ের শ্লীলতাহানিই নয়, তার স্বামী ও ছেলে প্রাণ হারিয়েছেন। উন্মত্ত জনতার হাতে আমার মেয়ে লাঞ্ছিত হওয়ার আগে ছেলে ও স্বামীকে খুন হতে হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমার ছোট ছেলেকে হারিয়েছি। ও ছিল আমার আশা-ভরসার জায়গা। দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করার পর ওকে ভাল জায়গায় পড়ানোর কথা ভেবেছিলাম। কষ্ট হলেও সেটা করতাম। আমার স্বামীকেও হারালাম। বড় ছেলের হাতে কোনো কাজ নেই। তাই পরিবারের কথা যখন ভাবি, আমি কোনো আশার আলো দেখি না। আমার আর কিচ্ছু নেই।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের গ্রামে ফেরার আর কোনো আশা নেই। ফেরার কথা আর চিন্তাও করি না... না, আমরা আর গ্রামে যাব না। আমি নিজে আর ফিরতে চাই না। আমার ঘর জ্বালিয়ে দিয়েছে। ক্ষেত নষ্ট করে দিয়েছে। আমি জানি না, আমার এবং আমার পরিবারের ভবিষ্যৎ কী। আমার আর কোনো আশা নেই।
এনএফ