ইরানের করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু
ইরানের বিজ্ঞানীদের তৈরি নভেল করোনাভাইরাসের টিকা ‘কোভ পার্স’-র প্রয়োগ শুরু করেছে তেহরান। বুধবার দেশটির ৯৪ জন স্বেচ্ছাসেবীর শরীরে এই টিকা প্রয়োগ করা হয়।
কোভ পার্স টিকার গবেষণা বিভাগের প্রধান সাঈদ কালান্তারি এ খবর নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের শরীরে এমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি; যার কারণে এটির প্রয়োগ স্থগিত বা এতে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়।
বিজ্ঞাপন
তিনি জানান, এখন পর্যন্ত যে ৯৪ জন এই টিকা গ্রহণ করেছেন তাদের মধ্যে ১৮ জনকে টিকার দ্বিতীয় ডোজও দেওয়া হয়েছে।
ইরানি টিকা আবিষ্কারক দলের প্রধান গবেষক সাঈদ বলেন, ইরানি টিকা কোভ পার্সের তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, এটা প্রমাণিত। এমনকি এই টিকা যাদের দেওয়া হয়েছে; তাদের জ্বর বা শরীরে কাঁপুনির মতো সমস্যায়ও দেখা যায়নি।
বিজ্ঞাপন
সাঈদ কালান্তারি জানান, মানবদেহে টিকার পরীক্ষামূলক প্রয়োগ সম্পন্ন করার জন্য মোট ১৩৩ জনের দেহে এটি প্রয়োগ করতে হবে। যা আগামী সপ্তাহ নাগাদ শেষ হবে। এরপর পূর্ণাঙ্গ ফলাফল পেতে আরও ৩৫ দিন সময়ের দরকার হবে। কাজেই আগামী মাসের শেষের দিকে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে ইরানের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘রাজি’ করোনাভাইরাসের এই টিকার গবেষণা ও উদ্ভাবন করেছে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবার বিক্রির বাজারে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনের গণ্ডি পেরিয়ে দ্রুতগতিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাসে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরের বছরের ১১ মার্চ করোনা প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, পশ্চিম এশিয়ার দেশ ইরানে এখন পর্যন্ত ১৮ লাখ ৮৫ হাজার ৫৬৪ জন মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬২ হাজার ৬৬৫ জন।
টিএম