ঘুমের মধ্যে কুকুরকে কামড়ে ধরল চিতাবাঘ, অতঃপর… (ভিডিও)
মধ্যরাত, গভীর ঘুমে আচ্ছন্ন দুটি কুকুর শুয়ে আছে একটি বাড়ির দরজার সামনে। তখন হঠাৎ করে নিঃশব্দে বাড়ির ভেতর ঢুকে পড়ে একটি চিতাবাঘ। ধীরে ধীরে দরজার সামনে এগিয়ে এসে খপ করে কামড়ে ধরে একটি কুকুরকে। তবে পাশে শুয়ে থাকা অপর একটি কুকুর ঘেউ ঘেউ শুরু করলে এবং আক্রমণের ভঙ্গিতে এগিয়ে গেলে— কামড়ে ধরা কুকুরটিকে ছেড়ে দেয় চিতাবাঘটি।
শরীর হিম করা এ ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের সিভার এলাকার আদগাঁওয়ে। কুকুরকে চিতার আক্রমণের পুরো বিষয়টি ধরা পড়ে সিসি ক্যামেরায়।
বিজ্ঞাপন
সিসি ক্যামেরার ভিডিতে দেখা যাচ্ছে, কুকুরকে কামড়ে ধরতে এগিয়ে আসছে একটি চিতা। কামড়ে ধরার পর আরেকটি কুকুরের ধাওয়া খেয়ে চিতাটি বাড়ির ওঠানে চলে যায়। ওঠানে গিয়ে এরপর এটি আবারও আক্রমণ করার জন্য এগিয়ে আসে। কিন্তু পরবর্তীতে আবার ধাওয়া খেয়ে এটি পালিয়ে যেতে বাধ্য হয়।
বার্তাসংস্থা এএনআইকে স্থানীয় এক বন কর্মকর্তা জানিয়েছেন, যে বাড়িতে চিতাটি প্রবেশ করেছিল সেটি প্রভাকর মানুডে নামের এক ব্যক্তির। চিতা প্রথমে কুকুরকে আক্রমণ করে। কিন্তু কুকুর পরবর্তীতে চিতাটিকে আক্রমণ করে এবং তাড়িয়ে দেয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানিয়েছেন, তাদের ধারণা চিতাটি পাশে খোলা এলাকা থেকে এসেছে এবং এটি ধরার জন্য এখন তারা সেখানে একটি খাচার ফাঁদ পাতবেন। যদিও এখন পর্যন্ত চিতার দ্বারা কোনো মানুষ আক্রান্ত হওয়ার খবর শোনা যায়নি।
এদিকে এর আগে বুধবার একটি মারাঠি টিভি সিরিয়ালের সেটে ঢুকে পড়ে একটি চিতা। এ ঘটনায় সেটের সবার মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্র: এএনআই
এমটিআই