লক্ষাধিক ভোটে জেতার ব্যাপারে আশাবাদী বিজেপির হিরণ
বৃহস্পতিবার সকালে পূজা দিয়ে দিন শুরু করেন খড়গপুরের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে দুর্গা মন্দিরে পূজা দিয়ে দিন শুরু করেন খড়গপুর সদর আসনের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। প্রচুর বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়েই পূজা দেন এই অভিনেতা।
নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী হিরণের দাবি, পশ্চিমবঙ্গে পরিবর্তন আসতে চলেছে। এদিন বিভিন্ন স্পর্শকাতর বুথ ঘুরে দেখেন হিরণ। শান্তিতে যাতে সকলে ভোট দিতে পারেন, কাউকে ভয় না পেয়ে নিজের মত পেশ করতে পারেন, সেই আশ্বাসই দিতে দেখা গেল তাকে।
বিজ্ঞাপন
কলকাতার বাংলা সিনেমার এই অভিনেতার কথায়, ‘এক লাখেরও বেশি ভোটে জেতার পরিকল্পনা রয়েছে। আগের বার ভোট দিতে দেওয়া হয়নি। ভোট লুট হয়েছিল। খড়গপুর সদর ঐতিহাসিক জায়গা। এখানকার মানুষ বহু বছর ধরে বিজেপিকে সমর্থন করে এসেছেন। এখান থেকেই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এসেছে। সরকারের গুণ্ডারা তখন ভোট লুট করত। পুলিশও সাহায্য করত, এবার সেটা হতে দেওয়া হবে না।’
হিরণের অভিযোগ, ভোটের আগের দিন রাত থেকে বিদ্যুৎ বন্ধ করে টাকা লেনদেন চলেছে। প্যান্ডেল করে মাংস-ভাত খাইয়ে, ভোট পাওয়ার চেষ্টা করছে বিরোধী দল, বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ করে টাকা দেওয়া হয় বলেও অভিযোগ এই বিজেপি প্রার্থীর।
বিজ্ঞাপন
সূত্র: জি নিউজ
টিএম