রোলার কোস্টার আটকে ৭২ ফুট উঁচুতে ঝুলে রইলেন আরোহীরা (ভিডিও)
যুক্তরাজ্যের এসেক্সের বিখ্যাত থিম পার্কে ভয়াবহ বিপদের মুখে পড়েছিলেন রোলার কোস্টারের কয়েকজন আরোহী। যান্ত্রিক ত্রুটির কারণে রোলার কোস্টারের একটি কামরায় আটকে পড়ে মাটি থেকে ৭২ ফুট উঁচুতে ঝুলে থাকতে হয়েছিল তাদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, আরোহীরা ৯০ ডিগ্রি ঊর্ধ্বাধভাবে ঝুলে আছেন। তারা দীর্ঘ ৪০ মিনিট এভাবেই আটকে ছিলেন। তাদের জরুরি লিফটের মাধ্যমে নিচে নামিয়ে আনা হয়। গত ২৮ জুলাই এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
থিম পার্ক কর্তৃপক্ষ পরবর্তীতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। তারা বলে, ‘আজ (২৮ জুলাই) দুপুর ২টায় একটি কামরা লিফটে আটকে যায়। আমাদের উচ্চ প্রশিক্ষিত দল তাৎক্ষণিক উদ্ধার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সব আরোহীকে নিচে নামিয়ে আনা হয়। সুস্থ এবং সবলভাবে ৪০ মিনিটের মধ্যে তারা পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হন।’
বিজ্ঞাপন
এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি পার্কে একইভাবে রোলার কোস্টার আটকে ঝুলে ছিলেন কয়েকজন আরোহী। উইসকনসিনের ওই ঘটনায় মাঝ আকাশে আরোহীদের প্রায় ৩ ঘণ্টা পর্যন্ত ঝুলে থাকতে হয়েছিল। ওইদিন সেখানে অল্পের জন্য বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
— Supplement Warehouse (@SuppWarehouseUK) July 28, 2023
এমটিআই