অবস্থার অবনতি না হলেও এখনও বিপন্মুক্ত নন বুদ্ধদেব ভট্টাচার্য
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
শনিবার হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার আর কোনো অবনতি না হলেও এখনও তিনি বিপন্মুক্ত নন বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।
বিজ্ঞাপন
বুদ্ধদেব ভট্টাচার্য ভর্তি রয়েছেন যে হাসপাতালে, রোববার সন্ধ্যায় সেই হাসপাতালের এক বুলেটিনে জানানো হয়েছে- এখনও ভেন্টিলেশনেই রয়েছেন বুদ্ধদেব। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনকই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
প্রাথমিকভাবে জানা যায়, বুদ্ধদেবের দুটি ফুসফুসেই নিউমোনিয়ার সংক্রমণ ছড়িয়েছে। পরে রক্ত পরীক্ষাতেও দেখা যায়, কিছু রেজাল্ট স্বাভাবিক নয়।হৃদ্যন্ত্রেও কিছু সমস্যা দেখা গিয়েছিল। হাসপাতালে ভর্তির সময় শরীরে সামান্য তাপমাত্রা থাকলেও, পরে অবশ্য তা ছিল না।
বিজ্ঞাপন
বার্ধক্যজনিত কারণ ও শারীরিক অসুস্থতার জন্য কয়েক বছর ধরে অনেকটা আড়ালে ছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ।
২০১৫ সালে তিনি সিপিআইয়ের(এম) পোলিটব্যুরোর পদ এবং সেন্ট্রাল কমিটি থেকে সরে দাঁড়ান। এরপর ২০১৮ সালে রাজ্য সচিবের পদ ছেড়ে দেন তিনি।
এনএফ