আসামের সরকারি কর্মকর্তারা বলেছেন, ওই চার বাংলাদেশিকে রাজ্যের গুমরাহ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে

ভারতের আসাম প্রদেশের কাছাড় জেলা থেকে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালের দিকে কাছাড়ের গুমরাহ এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।

আসামের সরকারি কর্মকর্তারা বলেছেন, ওই চার বাংলাদেশিকে গুমরাহ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রাম প্রতিরক্ষা সংস্থার (ভিডিও) সদস্যরা তাদের গ্রেপ্তার করেছেন।

দেশটির সংবাদমাধ্যম প্রাগ নিউজ বলছে, গ্রেপ্তারকৃত চার বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে প্রশাসন। তারা হলেন, বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা মুতাসসির আলী ও জাভেদ আলী এবং সিলেট ও সুনামগঞ্জের শফিক আলী ও মোহাম্মদ আলী।

গুমরাহ বাজারে বাংলাদেশি ওই চার নাগরিককে ঘুরতে দেখে ভিডিওর সদস্যরা প্রথমে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের গ্রেপ্তার করে গুমরাহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন মাস আগে ওই বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা জম্মু ও কাশ্মিরসহ ভারতের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছেন। গুমরাহ বাজারে তাদের দেখে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সন্দেহপোষণ করেন।

পরে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন ভিডিওর সদস্যরা। ওই চার বাংলাদেশিকে গুমরাহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামের কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

এসএস