বিরোধী নয়, বিজেপির হট্টগোলে ভেস্তে গেল লোকসভার অধিবেশন
দিল্লির আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা কার হাতে থাকবে- এ সংক্রান্ত বিল নিয়ে বেশ হট্টগোল হয়েছে ভারতের লোকসভায়। ক্ষমতাসীন দল বিজেপিই মূলত এ হট্টগোল করেছে।
এর আগে মঙ্গলবার বিলটি পেশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাধা দিয়েছিলেন বিরোধী সাংসদেরা। গতকাল মূলত তারই জবাব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অবশ্য বিজেপির এই হট্টগোলের পেছনে অন্য একটি উদ্দেশ্য রয়েছে বলেও মনে করেন অনেকে। বলা হচ্ছে- দিল্লিসংলগ্ন বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় জাতিগত সহিংসতার বিষয়টি উত্থাপনের সুযোগ পেয়ে যেতেন বিরোধীরা। তাই হট্টগোল করে দিনের অধিবেশন ভেস্তে দেওয়া হয়।
গতকাল বিতর্কিত বিলটি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পরে লোকসভা শুরু হতে দেখা যায় বিপরীত চিত্র। বিরোধীদের পরিবর্তে উল্টে হট্টগোল করতে দেখা যায় ক্ষমতাসীন সাংসদদের।
বিজ্ঞাপন
এনএফ