দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকার এক ফুটবলার কুমিরের হামলায় প্রাণ হারিয়েছেন। সকলের সামনে আলবার্তো লোপেজ ওরতিজ নামের ২৯ বছর বয়সী এই ফুটবলারকে টেনে নিয়ে যায় জলের হিংস্র এ প্রাণীটি।

শুক্রবার (৪ আগস্ট) স্প্যানিশ ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম মার্কার বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মার্কা জানিয়েছে, এটি নিশ্চিত নয় ওই ফুটবলার পানিতে ডুবে যান নাকি কুমিরের হামলার কাছে পরাস্ত হন। ঘটনাটি ঘটে কানাস নদীতে।

সংবাদমাধ্যটি আরও জানিয়েছে, কানাস নদীতে কুমির আছে জানা সত্ত্বেও আলবার্তো লোপেজ একটি বন্ধ সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। নদীর কাছে তিনি ফুটবল প্রশিক্ষণ নিচ্ছিলেন।

আরও পড়ুন>>> মাছ ধরার জালে উঠে এলো কুমির

ওই সময় নদীর পাড়ে উপস্থিত কয়েকজন ভয়ানক এই ঘটনার প্রত্যক্ষদর্শী হন। কেউ একজন সেটির একটি ভিডিও করেন। এতে দেখা যায়, আলবার্তোর দেহ নিয়ে নদীতে সাঁতার কাটছে কুমিরটি।

ঘটনাটি ঘটে কোস্টারিকার রাজধানী সান জোস থেকে ১৪০ মাইল দূরের গুয়ানাকাস্তে প্রদেশের সান্তা ক্রুজ শহরে।

আলবার্তো অপেশাদার ফুটবল ক্লাব দিপোর্তিভো রিও কানাসের খেলোয়াড় ছিলেন। তিনি দলটির হয়ে কোস্টারিকার আসেনসিও লিগেও খেলেছেন। তার মৃত্যুর বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যম নিশ্চিত করেছে ফুটবল ক্লাবটি।

আরও পড়ুন>>> পরিবারের সামনে কিশোরকে টেনে নিয়ে গেল কুমির

এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আমাদের খেলোয়াড় আলবার্তো জেসুস লোপেজ অর্তিজের (চুচো) মৃত্যুর খবর জানাচ্ছি।’

‘আজকের দিনটি আমাদের জন্য খুবই কঠিন। আমরা আলবার্তোকে একজন কোচ, খেলোয়াড় এবং পরিবারের সদস্য হিসেবে মনে রাখব। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন চুচো। ভালো থাকুন।’

উদ্ধার ও সাহায্যকারী সংস্থা রেডক্রসের স্থানীয় দল জানিয়েছে, তারা আলবার্তো লোপেজের দেহাবশেষ উদ্ধার করবে।

এদিকে ফুটবলারকে হত্যা করা সেই কুমিরটিকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

সূত্র: মার্কা

এমটিআই