টানা দু’মাসের লড়াইয়ের পর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত পূর্ব বর্ধমানের ভাতারের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ৩৫ বছর বয়সী শেখ খোকন পূর্ব বর্ধমানের ভাতার থানার ভাটাকুল গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ওড়িষার কটক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

গত ২ জুন ওড়িষার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ওই ট্রেনেই কর্মস্থলে যাচ্ছিলেন পেশায় রাজমিস্ত্রি শেখ খোকন। সংসারের হাল ছিল তার কাঁধে। ছিল না বসবাসের উপযোগী বাড়ি। একটি বাড়ি তৈরির স্বপ্ন নিয়ে কেরালায় রুটিরুজির উদ্দেশে রওনা দিয়েছিলেন শেখ খোকন। তারপর সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন তিনিও। মাথায় ও কোমরে গুরুতর চোট পান। ওড়িষার কটক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই টানা চিকিৎসা চলছিল। 

শুক্রবার ভোরে তার মৃত্যুর খবর গ্রামে ছড়াতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে রয়েছেন স্ত্রী ও দুই নাবালক সন্তান। পেটের তাগিদেই শ্রমিক হিসাবে অন্যরাজ্যে পাড়ি দিতে হয়েছিল। কিন্তু দুর্ঘটনার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। চারদিন পর তার পরিবার খোঁজ পায় কটক হাসপাতালে ভর্তি আছেন খোকন। 

এদিন খোকন শেখের মৃত্যুর খবর আসার পর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে ভাঁটাকুল গ্রামে যান যুব তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তনু কোঁয়ার, বলগোনা অঞ্চল তৃণমূল সভাপতি প্রণব পাঁজা।

সূত্র : সংবাদ প্রতিদিন

জেডএস