ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সিদ্ধার্থনগর জেলায় চুরির অভিযোগে দুই কিশোরকে মারধরের পর মূত্রপানে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয়, তাদের মলদ্বারে কাঁচামরিচ ঘষে দেওয়ার পাশাপাশি শরীরে অজ্ঞাত ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। রোমহর্ষক এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

রোববার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উত্তরপ্রদেশে ‍চুরির অভিযোগে নির্যাতনের শিকার দুই কিশোরের বয়স যথাক্রমে ১০ ও ১৫ বছর।

ভয়ঙ্কর নির্যাতনের ভিডিওতে দেখা যায়, ওই দুই কিশোরকে কাঁচামরিচ খেতে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বোতলে প্রস্রাবের সাথে মরিচ মিশিয়ে তা পানে বাধ্য করা হচ্ছে তাদের। এ সময় উত্তেজিত একদল জনতা দুই কিশোরকে ব্যাপক গালিগালাজ করে।

এমনকি তাদের কথা মতো মূত্রপান না করলে মারধর করা হবে বলে হুমকিও দেয়। পরে ভয়ে কুঁকড়ে যাওয়া দুই কিশোর বোতল থেকে মূত্রপান করে।

টাকা চুরির অভিযোগে সিদ্ধার্থনগরের একদল বাসিন্দা তাদের আটকের পর দুই হাত বেঁধে রাখে। নির্যাতনের আরেকটি ভয়ানক ভিডিওতে দেখা যায়, ওই দুই কিশোরকে দুই হাত বেঁধে মাটিতে উপর করে শোয়ানো হয়েছে। এ সময় এক ব্যক্তিকে তাদের পরনের ট্রাউজার টেনে খুলে মলদ্বারে কাঁচামরিচ ঘষে দিতেও দেখা যায়।

ব্যথায় আর্তচিৎকার করলেও তাদের সহায়তায় কেউ এগিয়ে আসেনি। পরে তাদের শরীরে হলুদ রঙের অজ্ঞাত ইনজেকশন পুশ করা হয়। গত শুক্রবার (৪ আগস্ট) সিদ্ধার্থনগর জেলার পাথরাবাজার থানা এলাকার কনকাটি চৌরাহার কাছের আরশান চিকেন শপে ভিডিওটি ধারণ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শিশুকে রোমহর্ষক নির্যাতনের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আসার সাথে সাথে তা আমলে নেয় উত্তরপ্রদেশ পুলিশ। সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে শিশু নিপীড়ন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ বলেছেন, হামলার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে তাদের মধ্যে ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে 

এসএস