হামলাকারী শেতাঙ্গদের পাকড়াও করল কৃষ্ণাঙ্গরা (ভিডিও)
যুক্তরাষ্ট্রের আলাবামার মোন্টগোমারির নদীতে নৌকা নোঙর করা নিয়ে এক কৃষ্ণাঙ্গ কর্মীকে মারধর করে কয়েকজন শেতাঙ্গ। এর কিছুক্ষণ বাদেই সেই শেতাঙ্গদের পাকড়াও করে কৃষ্ণাঙ্গরা ব্যাপক মারধর করেন।
একাকি একজন কৃষ্ণাঙ্গের ওপর হামলা করে পরবর্তীতে সেসব শেতাঙ্গ মারধরের শিকার হলেও— এ নিয়ে অনেকে উল্লাস প্রকাশ করেছেন। তাদের মতে, হামলাকারীরা তাৎক্ষণিকভাবে তাদের কৃতকর্মের ফল ভোগ করেছে।
বিজ্ঞাপন
নদীর ধারে দুই পক্ষের ওই মারামারির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, অবৈধভাবে নদীর পাড়ের পল্টুনে নৌকা নোঙর করা শেতাঙ্গদের বাধা দিচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ কর্মী। কারণ সেখানে তাদের নৌকা রাখার অনুমতি ছিল না। বাধা দেওয়ার কারণে প্রথমে একজন তার ওপর হামলা করে। এরপর আরও কয়েকজন এসে তাকে বেড়ধক পেটান।
মারামারির এ ঘটনার পরের ভিডিওতে দেখা যাচ্ছে, নৌকায় বসে থাকা ওই শেতাঙ্গদের দিকে কয়েকজন কৃষ্ণাঙ্গ তেড়ে আসছেন। এসেই তারা তাদের নৌকা থেকে নামিয়ে মারধর শুরু করেন। ওই সময় দুইজন শেতাঙ্গ নারীও ছিলেন। তারা দুইজনই পানিতে ঝাপ দেন অথবা তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। শেতাঙ্গদের মারধর করার সময় আশপাশের মানুষ উল্লাস করে চিৎকার করছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয় পুলিশ জানিয়েছে, মারামারির ঘটনা শুনে তারা সেখানে যান এবং পরবর্তীতে সেটি থেমে যায়। তবে হাতাহাতিতে জড়িত হওয়ায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হবে।
— Shannonnn sharpes Burner (PARODY Account) (@shannonsharpeee) August 6, 2023
সূত্র: দ্য গার্ডিয়ান
এমটিআই