ভারতের উত্তরপ্রদেশের বিধানসভায় পাস হতে যাচ্ছে নতুন কিছু নিয়ম-কানুন। আর এসব নতুন নিয়ম অনুযায়ী বিধায়করা এখন থেকে বিধানসভার ভেতর মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না, ভেতরে কোনো কাগজ ছিঁড়তে পারবে না এবং স্পিকারের সামনে উল্টো দাঁড়ানো বা বসতে পারবেন না।

মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

যদি নতুন নিয়ম-কানুনটি পাস হয়ে তাহলে এটি ১৯৫৮ সালে জারিকৃত নিয়ম-কানুনের স্থলাভিষিক্ত হবে।

উত্তরপ্রদেশের বিধানসভার স্পিকার সতীশ মহান বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, ‘নতুন নিয়ম-কানুনের প্রস্তাবটি সোমবার বিধানসভায় উত্থাপিত হয়। বুধবার এটির ওপর আলোচনা হবে এবং পরবর্তীতে এটি পাস হবে।’

নতুন আইন অনুযায়ী, বিধায়করা বিধানসভার ভেতর কোনোভাবেই কোনো কাগজ ছিঁড়তে পারবেন না। এছাড়া কথা বলার সময় কেউ কারও দিকে আঙ্গুল তুলতে পারবেন না, আইনপ্রণেতারা স্পিকারের সামনে উল্টো হয়ে বসা ও দাঁড়াতে পারবেন না। এমনকি তারা বিধানসভার ভেতর কোনো প্রকার অস্ত্রও আনতে পারবেন না।

এছাড়া বিধায়কদের কেউ ভেতরে ধুমপান করতে পারবেন না এবং লবিতে উচ্চস্বরে বা জোরে হাসতে পারবেন না।

নতুন আইন-কানুনে আরও বলা আছে, বিধায়করা বিধানসভার কার্যতালিকায় নেই এমন বিষয়ের ওপর কোনো সাহিত্যিক বই, প্রশ্নমালা, বই, টিকা অথবা কোনো স্লিপ ভেতরে নিতে পারবেন না।

এদিকে গত ৬ ডিসেম্বর বিধায়ক অতুল প্রধান উত্তর প্রদেশের সংসদের কার্যক্রম ফেসবুকে সরাসরি প্রচার করেন। এমন কাণ্ড ঘটানোর পর তাকে বিধানসভা থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন স্পিকার।

সূত্র: এনডিটিভি

এমটিআই