হাওয়াইয়ে প্রাণঘাতী দাবানলের সূত্রপাত কীভাবে?
ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপ। প্রশান্ত মহাসাগরের উপকূলীয় রাজ্য হাওয়াইয়ের এ দাবানলকে যুক্তরাষ্ট্রের গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে অভিহিত করেছে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ৮ আগস্ট রাতে দাবানল জ্বলে ওঠে এবং দ্রুত সময়ের মধ্যে এটি আশপাশের সব জায়গায় ছড়িয়ে পড়ে।
এরপর সর্বনাশা এই দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে যায় মাউইয়ের ঐতিহ্যবাহী শহর লাহাইনা। এছাড়া দাবানলে পুড়ে এখন পর্যন্ত ৮৯ জন মানুষ নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়বে বলে সতর্কতা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
তবে এত ধ্বংসযজ্ঞ চালানো এই ভয়াবহ দাবানলের সূত্রপাত হলো কীভাবে?
—এই প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাওয়া যায়নি। জানা যায়নি কীভাবে জ্বলে উঠল হাউইয়ের মাউই দ্বীপ। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা কয়েকদিন ধরে হাওয়াইয়ে দমকা হাওয়া এবং শুষ্ক আবহাওয়ার ব্যাপারে সতর্কতা দিয়ে আসছিল। এ ধরনের আবহাওয়া একটি দাবানলের জন্য আদর্শ।
বিজ্ঞাপন
বার্তাসংস্থা রয়টার্স রোববার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বন বিভাগের তথ্য অনুযায়ী, দেশটিতে যত দাবানলের সূত্রপাত হয় তার ৮৫ শতাংশের জন্যই দায়ী থাকেন মানুষ। অপরদিকে প্রাকৃতিকভাবে মাঝে মাঝে দাবানলের সূত্রপাত হয়। প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে বজ্রপাত ও আগ্নেয়গিরি।
হাওয়াইয়ের দাবানল ব্যবস্থাপনা সংস্থা এলিজাবেথ পিকেট বলেছেন, প্রাকৃতিক কারণে ১ শতাংশেরও কম দাবানলের সূত্রপাত হয়। উল্লেখযোগ্য, হাওয়াইয়ে ছয়টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। যার মধ্যে একটি রয়েছে মাউইয়ে।
সংবাদমাধ্যম সিএনএনকে ইয়েল স্কুল অব এনভায়রনমেন্টের গবেষক বিজ্ঞানী জেনিফার লোপেজ জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটছে।
তিনি বলেছেন, ‘হাওয়াইয়ে এত ভয়াবহ দাবানল, বিষয়টি শুনতেই অস্বাভাবিক— একটি ভেজা এবং গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে অস্বাভাবিক বিষয় স্বাভাবিক হয়ে যাচ্ছে।’
তার মতে, হাওয়াইয়ের এ দাবানল এত ভয়াবহ হয়েছে শক্তিশালী বাতাস এবং শুষ্ক পরিবেশের কারণে। দ্বীপটির ভৌগলিক অবস্থানের কারণে এটি আরও শক্তিশালী হয়েছে।
এমটিআই