পাকিস্তানে হাসপাতালের এক্স-রে রুমে নারীকে ধর্ষণ
ফাইল ছবি
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির বেনজির ভুট্টো সরকারি হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। হাসপাতালের এক্স-রে রুমে দুই সন্তানের ওই মাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সেখানকার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
মেডিক্যাল পরীক্ষায় ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর পুলিশ সোমবার পাকিস্তান দণ্ডবিধির ৩৭৬ ধারায় (ধর্ষণের শাস্তি) একটি মামলা নথিভুক্ত করেছে।
বিজ্ঞাপন
রাওয়ালপিন্ডির ওয়ারিস খান এলাকার স্টেশন হাউস অফিসার (এসএইচও) পরিদর্শক জাভেদ ইকবাল ডন ডটকমকে বলেছেন, ওই হাসপাতালের একজন কর্মচারীকে বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং প্রধান অপরাধীকে শিগগিরই ধরা হবে।
বিজ্ঞাপন
থানায় দায়ের হওয়া এফআইআরের তথ্য অনুযায়ী, অভিযোগকারী নারী বলেছেন, শনিবার প্রধান সন্দেহভাজন ব্যক্তি তাকে মুরি রোডের বেনজির ভুট্টো হাসপাতালে ডেকেছিলেন। পরে তাকে এক্স-রে রুমের ভেতরে নিয়ে যান তিনি। সেখানে তার বন্ধু ও হাসপাতালের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান সন্দেহভাজন ব্যক্তি ওই নারীর অশ্লীল ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করেন। পরে তাকে কম্পিউটার রুমের ভেতরে নিয়ে ধর্ষণ করেন।
অভিযোগকারী নারী বলেন, তার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং তার দুই সন্তান তাদের বাবার সাথে বসবাস করে। গত তিন বছর ধরে সন্দেহভাজন ওই ব্যক্তির সাথে তার সম্পর্ক ছিল। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন।
এদিকে, দেশটির রাজধানী ইসলামাবাদে পৃথক মামলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে মামলা হয়েছে।
সূত্র: ডন, জিও নিউজ।
এসএস