দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের পর চীন দাবি করে, ভারতের অনুরোধ ও আমন্ত্রণের প্রেক্ষিতে মোদির সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রেসিডেন্ট জিনপিং। তবে এমন দাবির পর সেটি ‘সত্যি নয়’ বলে দাবি করেছে ভারত। নয়াদিল্লি বলেছে, ‘চীন আগেই বৈঠকের অনুরোধ করেছিল’ সেটির প্রেক্ষিতেই এই দুই নেতার আলোচনা হয়েছে।

ভারত নাকি চীন— কার আমন্ত্রণে বৈঠক হয়েছে এ বিষয়টি নিয়ে এখন কূটনৈতিক ঠেলাঠেলিতে জড়িত হয়েছে এ দুই দেশ।

ভারতীর সরকারের একটি সূত্র বলেছে, ‘চীনের পক্ষ থেকে আগে থেকেই দ্বিপক্ষীয় বৈঠকের অনুরোধ ছিল।’

তবে সূত্রটি জানিয়েছে, ব্রিকস সম্মেলনের ফাঁকে জোহানেসবার্গের লিডার্স লাউঞ্জে মোদি ও জিনপিং ‘তথ্যবহুল আলোচনা’ করেছেন।

অপরদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের অনুরোধে ২৩ আগস্ট প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেছেন।’

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে মোদি ও জিনপিং সম্মত হয়েছেন নিজেদের মধ্যে— লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নিয়ে চলমান উত্তেজনা নিরসনে কাজ করবেন। ২০২০ সাল থেকেই এলএসিতে উত্তেজনা চলছে। সে বছর দুই দেশের সেনারা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন।

অপরদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, দুই নেতা ভারত-চীনের বর্তমান সম্পর্ক ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গভীর আলোচনা করেছেন।

সূত্র: এনডিটিভি

এমটিআই