পুলিশ কর্মকর্তা দীনেশ শর্মা (বাঁয়ে) এবং কুস্তিগির রৌনক গুলিয়া (ডানদিকে)

অহরহ প্রতারণার ফাঁদে পড়ে টাকা হারাচ্ছেন সাধারণ মানুষ। এ থেকে পরিত্রাণের জন্য তারা ছোটেন পুলিশের কাছে। তবে সেই পুলিশই এবার প্রতারকের খপ্পরে পড়েছেন। শুধু খপ্পরে পড়েছেনই নয়, হারিয়ে অর্ধকোটি টাকা।  

সম্প্রতি ঘটনাটি ভারতের দিল্লিতে। যিনি প্রতারকের খপ্পরে পড়েছেন তিনি হলেন- তিহার জেলের অ্যাসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট দীপক শর্মা। দীপকের  নেশা হলো বডিবিল্ডিং। পেশার পাশাপাশি শরীরের প্রতিটি ভাঁজের জন্য সমাজমাধ্যমেও যথেষ্ট সুনাম রয়েছে তার। 

কিছুদিন আগে রিয়ালিটি শো ফেরত এক তারকা নারী কুস্তিগির রৌনক গুলিয়া এবং তার স্বামী অঙ্কিত গুলিয়া তার কাছ থেকে ব্যবসার নামে ৫০ লাখ টাকা প্রতারণা করেন বলে অভিযোগ। 

দীপক জানান, টেলিভিশন চ্যানেলের একটি রিয়ালিটি শোয়ের মাধ্যমে তার সঙ্গে আলাপ হয় জাতীয় এবং রাজ্যস্তরের চ্যাম্পিয়ন কুস্তিগীর রৌনক গুলিয়ার। সেই আলাপের সুবাদেই ক্রমশ তাদের ব্যবসায় বিনিয়োগ নিয়ে কথা হয় তাদের। 

গুলিয়া দম্পতির কথায় বিশ্বাস করে শরীর গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিশেষ খাবার এবং সাপ্লিমেন্টের ব্যবসায় ৫০ লাখ টাকা বিনিয়োগ করেন দীপক। বিপুল অঙ্কের লভ্যাংশ পাওয়ার আশায় তিনি সাত-পাঁচ না ভেবেই ওই পরিমাণ মূল্য লগ্নি করেও দেন। কিন্তু তার পর থেকে তিনি আর কোনো টাকাই ফেরত পাননি। 

এনএফ