ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ঢাকা সফরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান স্বীকার না করে তাকে খাটো করেছেন বলে অভিযোগ তুলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। সোমবার তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসবে অংশ নিতে ঢাকায় গিয়ে ইন্দিরা গান্ধীর নাম একবারের জন্য মুখে আনেননি মোদি।

গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ। এই উৎসবে অংশ নিতে দু’দিনের সফরে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরের বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত বলেন, ঢাকা সফরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম মুখে আনেননি নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ইন্দিরা গান্ধী যুক্তরাষ্ট্রের হুমকির কাছে মাথানত করেননি। কিন্তু এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক যে, প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে গিয়ে ইন্দিরা গান্ধীর অবদান এবং ৯০ হাজার পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পনের কথা উল্লেখ করেননি।

কংগ্রেসের এই নেতা বলেন, বিদেশি সরকার এবং অ-ভারতীয়দের কাছ থেকে নরেন্দ্র মোদি যে সম্মান পেয়েছেন তা শুধুমাত্র তার নয়। উত্তর-পূর্বাঞ্চলীয় রেলওয়ের কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে অশোক গেহলত বলেন, এই শ্রদ্ধা স্বাধীন ভারতের ৭০ বছরের পথচলার। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গণতন্ত্র সংকুচিত হচ্ছে। দেশ পরিচালনা ব্যবস্থা নিয়ে সমালোচনা হচ্ছে। একটি বিপজ্জনক পরিণতির দিকে ভারত হাঁটছে বলে মন্তব্য করেছেন রাজস্থানের এই মুখ্যমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ সকালে দু’দিনের সফরে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

দু’দিনের সফরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের  আন্তরিকতায় নিজের মুগ্ধতার কথা জানিয়ে ২৭ মার্চ ঢাকা ছাড়েন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‌‘আমার সফরকালে বাংলাদেশের জনগণ যে আন্তরিকতা দেখিয়েছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।’

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

এসএস