নেদারল্যান্ডসের বন্দর শহর রটারডামের একটি বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল ও ভবনে বন্দুক হামলা হয়েছে। বৃহস্পতিবার ঘটা এই হামলায় বেশ কয়েক জন নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে রটারডাম পুলিশ।

দু’জন আততায়ী এই হামলা দু’টি করেছে। তারমধ্যে হাসপাতালে হামলা চালানো ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়স ৩২ বছর। নেদারল্যান্ডসের সামরিক বাহিনী যে ধরনের জ্যাকেট পরে, সেরকম জ্যাকেট হামলার সময় তার গায়ে ছিল।

ভবনে হামলা চালানো অপর ব্যক্তিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে দু’টি হামলা প্রায় একই সময়ে ঘটায় পুলিশের সন্দেহ— দু’জনই পরিকল্পনা অনুযায়ী এই হামলা ঘটিয়েছে।

ঠিক কতজন নিহত হয়েছেন, তার কোনো সংখ্যা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদেরকে মরদেহ হস্তান্তরের পর হতাহতের প্রকৃত সংখ্যা জানানো হবে।

হামলাকারীদের নাম-পরিচয়ও এখনও প্রকাশ করেনি পুলিশ। ঠিক কী কারণে হামলা করেছে তারা— তা ও জনা যায়নি।

সূত্র : স্কাই নিউজ

এসএমডব্লিউ