অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজস্থানের উদয়পুর থেকে জয়পুরগামী ‘বন্দে ভারত’ ট্রেন। চালকের বুদ্ধিমত্তায় বাঁচল শতাধিক প্রাণ। 

সোমবার (২ অক্টোবর) সকালে জয়পুর যাওয়ার পথে রেললাইনে পাথর, লোহার রড দেখে সতর্ক হয়ে যান চালক। দ্রুত ব্রেক কষেন তিনি। তাতেই রক্ষা পায় ট্রেনটি। সময়মতো চালক এই পদক্ষেপ না করলে লাইনচ্যুত হতে পারত ট্রেনটি।

ট্রেন তড়িঘড়ি থামানোর পর রেলের কন্ট্রোলে খবর দেন চালক। রেলকর্মীরা এসে লাইনের ওপর থেকে পাথর সরিয়ে দেন। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর তাতে দেখা যায়, লাইনের ফিশপ্লেটে একটি লোহার রড গেঁথে রাখাও হয়েছিল। সেটিও সরিয়ে দেন রেল কর্মীরা।

চিতরগড়ের কাছে গঙ্গরার এবং সোনিয়ানা স্টেশনের মাঝে লাইনে রাখা ছিল পাথর, লোহার রড। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ সেগুলো চোখে পড়ে চালকের। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। এর পরেই রেলকর্মীরা পরীক্ষা করে দেখেন রেললাইন। 

প্রসঙ্গত, সোমবারই চিতরগড়ে জনসভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৪ সেপ্টেম্বর এই উদয়পুর-জয়পুর বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছেন তিনি।

উত্তর-পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা শশী কিরণ এ প্রসঙ্গে বলেন, ‘লাইনে দু’টি এক ফুট লম্বা লোহার রড ছিল। চালকের তৎপরতায় সেগুলো সরানো হয়েছে। তারপর লাইনের বিস্তৃত অংশ জুড়ে খোয়া সরানো হয়েছে। চালক কন্ট্রোলেও খবর দেন। তারপর ঘটনাস্থলে পাঠানো হয় রেলরক্ষী বাহিনী (আরপিএফ) এবং রেলপুলিশ (জিআরপি)। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে বন্দে ভারত ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা হয়েছে বেশ কয়েকবার।

সূত্র : আনন্দবাজার

জেডএস