চীন থেকে এসেছে ৩৮ কোটি, নিউজক্লিকের সম্পাদকসহ গ্রেপ্তার ৪৬
চীনের কাছ থেকে অর্থ নিয়ে নিউজক্লিক নামে একটি ওয়েবসাইট চালানোর অভিযোগে পোর্টালটির সম্পাদক ও মানবসম্পদ বিভাগের প্রধানসহ ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। তবে গ্রেপ্তার হওয়ার ৪৬ জনের বিষয়ে বাড়তি কোনো তথ্য পাওয়া যায়নি। ৪৬ জনই নিউজক্লিক সংশ্লিষ্ট কি না তাও জানা যায়নি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে শুধু বলা হয়েছে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী।
বিজ্ঞাপন
দিল্লি পুলিশ বলছে, নিউজক্লিক প্রায় ৩৮ কোটি রুপি চীনের সূত্র থেকে পেয়েছে। এমনকী ওয়েবসাইটে চীনের পক্ষে খবর করার জন্য ব্যবহার করা হচ্ছিল। ২৯ কোটি এক্সপোর্ট সার্ভিস হিসাবে পেয়েছিল আর ৯ কোটি পেয়েছিল এফডিআই হিসাবে।
এর আগে সোমবার রাতে নয়াদিল্লিতে কয়েকজন বিশিষ্ট সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
বিজ্ঞাপন
ভারত সরকারের অভিযোগ চীনের কাছ থেকে অর্থ নিয়ে নিউজক্লিক ওয়েবসাইটটি চালানো হচ্ছিল। আর এ অভিযোগের ওপর ভিত্তি করেই এর সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। যদিও সাংবাদিকরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
সোমবার রাতে তল্লাশির পর নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবাদ বিরোধী আইনসহ একাধিক ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল— চীনের পক্ষে প্রচার করার জন্য নিউজক্লিক ফান্ডিং পাচ্ছে। এরপরই শুরু হয় অভিযান।
প্রবীর পুরকায়স্থর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে নিউজ পোর্টালটির মানবসম্পদ বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকেও। তার আগে দিল্লি এনসিআর, মুম্বাইয়ে অন্তত ২০টি জায়গায় পুলিশ অভিযানে নামে। অনেকেই এটিকে সংবাদমাধ্যমের ওপর আঘাত বলে মনে করছেন।
প্রেস ক্লাব অব ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, সাংবাদিকদের বাড়িতে পুলিশের হানা নিয়ে আমরা উদ্বিগ্ন। নিউজ ক্লিকের সঙ্গে থাকা লেখকদের বাড়িতেও হানা দেওয়া হয়েছে। আমরা গোটা বিষয়টির ওপর নজর রাখছি। এ নিয়ে বিস্তারিত বিবরণ আমরা পেশ করব।
এনএফ