যুক্তরাষ্ট্রে মহাত্মা গান্ধীর প্রথম জাদুঘর উদ্বোধন
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা ও স্বাধীন ভারতের জনক মোহনদাস করমচাঁদ (মহাত্মা) গান্ধীর স্মরণে একটি জাদুঘর করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের হিউস্টোন শহরে গত ২ অক্টোবর সোমবার উদ্বোধন করা হয়েছে জাদুঘরটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাত্মা গন্ধীর নাতি ড. রাজমোহন গান্ধী এবং যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী আন্দোলনের অগ্রপুরুষ মার্টিন লুথার কিং জুনিয়রের ভাগ্নে ইস্যাক নিউটন ফারিস জুনিয়র, ভারতীয় দূতাবাস ও যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা। প্রসঙ্গত গত ২ অক্টোবর ছিল মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মদিন।
বিজ্ঞাপন
মহাত্মা গান্ধীর এই জাদুঘরটির নাম রাখা হয়েছে ‘দ্য এটার্নাল গান্ধী মিউজিয়াম’ বা ‘চিরন্তন গান্ধী জাদুঘর’। কেবল গান্ধীকে উৎসর্গ করে এই প্রথম একটি পুরোদস্তুর জাদুঘর নির্মিত হলো যুক্তরাষ্ট্রে।
১৩ হাজার বর্গফুট জমির ওপর নির্মিত এই জাদুঘর ভবনটির নকশা করা হয়েছে ভারতের জাতীয় পতাকায় বিদ্যমান অশোক চক্রের থিম অনুসারে। ব্রিটিশ ঔপনিবেশিক স্বাধীনতা সংগ্রাম চলার সময় এই চক্রকে সংগ্রামের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন গান্ধী। স্বাধীনতার পর জাতীয় পতাকার কেন্দ্রে চক্রটিকে স্থান দেওয়া হয়।
বিজ্ঞাপন
জাদুঘরটির সম্মুখভাবে মহাত্মা গান্ধীর একটি সাদা রঙের প্রতিকৃতি রয়েছে; আর দেওয়ালে গান্ধীর পাশাপাশি অঙ্কন করা হয়েছে মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলা, বেটি উইলিয়ামসসহ বিংশ শতাব্দির কয়েকজন বর্ণবাদবিরোধী ও অহিংস আন্দোলন নেতার ছবি।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর নাতি ড. রাজমোহন গান্ধী বলেন, ‘ঘৃণা, সহিংসতা, আধিপত্যকে ছাপিয়ে যে মানবতা বিশ্বজুড়ে প্রতিদিন নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছে, তাকে আরও উৎসাহিত করবে এই জাদুঘর।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
এসএমডব্লিউ